যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে বিজিবি। আজ সকালে নিয়মিত টহল দল শহরের ঝুমঝুমপুর এলাকায় তল্লাশি করে।
এসময় আটককৃত ব্যক্তির জুতার সোলের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-ঝিনাইদহ হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায়, ঢাকার গাবতলি এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা যাচ্ছিল।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম বলে জানায় বিজিবি। যার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।