কুষ্টিয়া জেলা কারাগারের জেলার সাময়িক বরখাস্ত

আব্দুল ফাত্তাহ
এখন জনপদে
1

সরকারি অর্থ আত্মসাতের দায়ে কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আব্দুল ফাত্তাহকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) বিষয়টি জানা যায়।

কারাগার ও জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, পঞ্চগড় জেলা কারাগারে জেলারের দায়িত্বে থাকাকালীন সময়ে আব্দুল ফাত্তাহর বিরুদ্ধে জেল বন্দিদের খাবার সরবরাহে ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বিল ভাউচার জমা দিয়ে প্রায় এক কোটি ২০ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় গেল সোমবার (২৩ জুন) তাকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আব্দুল ফাত্তাহ সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জেলার আব্দুল ফাত্তাহকে সাময়িক বরখাস্তর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এসএস