মানিকগঞ্জে জেলা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ
শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মীর তৌফিকূর রহমান
এখন জনপদে
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মীর তৌফিকূর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ৩০ জুন) বিকেল চারটার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া তৌফিকুর সদর উপজেলার মীর ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মীর তৌফিকুর রহমানকে আসামি করা হয়। তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার তৌফিকূরকে আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) আদালতে পাঠানো হবে।’

এ মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

ইএ