পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মীর তৌফিকুর রহমানকে আসামি করা হয়। তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার তৌফিকূরকে আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) আদালতে পাঠানো হবে।’
এ মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।