দাবি মেনে নেয়ার আশ্বাসে পটিয়ায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম
ডিআইজি অফিসের সামনে এনসিপি-বৈষম্যবিরোধীদের বিক্ষোভ
এখন জনপদে
1

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চাকরিচ্যুতের দাবিতে খুলশীতে বৈষম্যবিরোধী ছাত্রদের সড়ক অবরোধ ডিআইজির আশ্বাসের পর প্রত্যাহার করা হয়েছে। আজ (বুধবার, ২ জুলাই) সন্ধ্যার পর আন্দোলনরত শিক্ষার্থীরা এ তথ্য জানায়।

সড়ক অবরোধ তুলে নেয়ার পর যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ জটের কারণে থেমে থেমে চলছে গাড়ি। যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সেনাবাহিনী।

এর আগে, চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে আজ সন্ধ্যা ৭টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের দাবি মানা না হলে আগামীকাল (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছিলেন তারা।

আরো পড়ুন:

পুলিশি লাঠিচার্জ ও ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে আজ দুপুর থেকে চট্টগ্রাম নগরের খুলশিতে ডিআইজি অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

দাবি আদায়ে ডিআইজির সঙ্গে দেখা করতে চাইলেও তিনি দেখা না করায় আন্দোলনকারীরা খুলশির গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দেন। এতে দুর্ভোগে পড়েন শত শত মানুষ, আটকে পড়ে অফিসগামী কর্মজীবী ও এইচএসসি পরীক্ষার্থীরা।

এনএইচ