সমাবেশে ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, প্রতিনিয়ত পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী হত্যা শিকার হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও পাখির গুরুত্ব অপরিসীম।
তারা জানান, পরিবেশের বৈচিত্র্য রক্ষায় এভাবে নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। বাবুই পাখি যেহেতু তাল গাছেই বেশি বাসা বাঁধে সেক্ষেত্রে এই গাছটি না কাঁটার ও পাখির আবাসস্থল রক্ষার পাশাপাশি প্রাকৃতিক গাছ নিধন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ কর্মীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কিবরিয়া চৌধুরী হেলিম, শিক্ষা সংস্কৃতি ও পরিবেশ বৈচিত্র্যরক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী ওহিদুর রহমান, সাংবাদিক পল্লব চক্রবর্তী সহ অন্যরা।