যশোরে একই পরিবারের ৩ জনের ওপর অ্যাসিড নিক্ষেপ

অ্যাসিড নিক্ষেপের প্রতীকী ছবি
অপরাধ
এখন জনপদে
1

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে পূর্ব শত্রুতার জেরে অ্যাসিড নিক্ষেপ করে একই পরিবারের শিশু ও নারীসহ তিনজনকে আহত করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) এ অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইয়ানূর (৮), রিপা খাতুন (২৬) এবং রাহেলা খাতুন (৪৮)। তারা সকলেই একই পরিবারের সদস্য এবং গদখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা। ইয়ানূর ও রিপা জামাত হোসেনের সন্তান এবং রাহেলা জামাত হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে অভিযুক্ত জসিম (৩৫) পূর্ব বিরোধের জেরে গদখালী গ্রামের জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রিপা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সে এ ঘটনা ঘটায়।

এসিডে ইয়ানূর গুরুতর আহত হয় এবং রিপা ও রাহেলা খাতুন সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানান, তিন জনের অবস্থা আশঙ্কামুক্ত। এর মধ্যে শিশুটির বেশি লেগেছে।

সেজু