শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ, পরবর্তী তারিখ ৬ আগস্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
আইন ও আদালত
0

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৬ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে।

আজ (সোমবার, ৪ আগস্ট) বিচার শুরুর দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আহত আবদুল্লাহ ইমরান ও পারভীন। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে তারা সাক্ষ্য দেন।

জুলাই মাসে আহত ইমরান তার বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ‘‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’’ বলার পর তার চিকিৎসায় অবহেলা শুরু হয়। তাকে চিকিৎসা নিতে বাধা দেয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রিলিজ দেয়া হয়নি। কয়েকটি হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারিনি।’

চোখ হারানো পারভীন বলেন, ‘শেখ হাসিনার কারণে আমার চোখ হারিয়েছি। সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী।’ তিনি যাত্রাবাড়ী এলাকায় আহত হন।

এর আগে, গতকাল মামলার প্রথম দিনে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করা হয় এবং প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই আহত খোকন বর্মণ।

এনএইচ