পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বছর পর সৌদি প্রবাসী তালুকদার পাড়া গ্রামের রুবেলের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। নিহত রুবেলের বড় ভাই প্রতিবেশী ওসমান মিয়াকে সাথে নিয়ে বিমান বন্দর থেকে রুবেলের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন।
পথিমধ্যে বিকাল ৫টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় পৌঁছালে একটি লড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে প্রবাসী রুবেলের ভাই বাবুল (৩২) এবং হাসপাতালে নেয়ার পথে ওসমান মিয়া (৪০) মারা যান।
দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর প্রতিবেশী বশির মিয়া (৩০) গুরুতর আহত হন। আহত বশির মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন জানান, দুর্ঘটনার পর লড়ি ও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।