সরাইলে মাদ্রাসাছাত্রী ময়না হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া
মানববন্ধন
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছরের মাদ্রাসাছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) বেলা ১১টার দিকে সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশু ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিন দিন পার হলেও পুলিশ এখনও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি।’ দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত রোববার (৬ জুলাই) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রী ময়নাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান, আবু বক্কর সানি প্রমুখ। তারা বলেন, ‘এ ঘটনা শুধু সরাইল নয়, গোটা দেশের মা-বাবার হৃদয়ে নাড়া দিয়েছে। এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে জনমনে হতাশা তৈরি হবে।’

এসময় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানান বক্তারা।

এসএস