নিহতরা হলেন— ফেনীর বাসিন্দা হৃদয় ও গালিব। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে মিরাজ, রায়হান ও সায়েমকে। জানা গেছে, হৃদয়, গালিব ও সায়েম বন্ধু এবং একসঙ্গেই ফেনী থেকে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে তারা মেলখুম ট্রেইলে যান। দুর্গম এ পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিতে তারা আটকে পড়েন। এক দিন পর বুধবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাদের সন্ধান মেলে। তবে ততক্ষণে দুইজন মারা যান। বাকিদের জীবিত উদ্ধার করে নিচে নামানো হয়।