কমলগঞ্জে ছড়া থেকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার
নিহত ময়ুর মিয়া
এখন জনপদে
1

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবিল এলাকা থেকে ময়ুর মিয়া (৬০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত ময়ুর মিয়া উপজেলার পশ্চিম বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ময়ুর মিয়া বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। রাত পর্যন্ত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছু দূরে দেওরাছড়া চা বাগানের বামনবিল এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে রাত দেড়টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি জানান, নিহতের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ময়ুর মিয়াকে হত্যা করে মরদেহ ছড়ায় ফেলে দেয়া হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এনএইচ