মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও এখানে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিত্যনৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক, অলিগলি এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়। এতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়।
এসময় বক্তারা শহরের খাল, নালা-নর্দমা ও জলাধার দখলমুক্ত করা, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, নতুন ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, পুকুর-খাল ও জলাশয় সংরক্ষণ, শহরের পরিকল্পিত নকশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরি করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।