ইউক্রেন যুদ্ধে সহায়তা: কিম জংকে ধন্যবাদ জানালেন পুতিন

কিম জং উন ও ভ্লাদিমির পুতিন
বিদেশে এখন
0

ইউক্রেন যুদ্ধে সেনা সহায়তা দেয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসাও করেন তিনি।

চীনে বিজয় দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজে যোগদানের পর এক বৈঠকে পুতিন বলেন, কিম জং উনের উদ্যোগে উত্তর কোরিয়ার বিশেষ বাহিনী কুরস্ক অঞ্চল মুক্ত করার অভিযানে অংশ নিয়েছিল।

উত্তর কোরিয়ার সেনারা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করেছে। পুতিন আরও বলেন, উত্তর কোরিয়ার সেনারা এবং তাদের পরিবার যে ত্যাগ স্বীকার করেছে, রাশিয়া তা কখনো ভুলবে না। রুশ জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএইচ