আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম শফিক (৩৬) ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে আপেল উদ্দিন ইজিবাইক চালানোর জন্য বাড়িতে থেকে বের হন। এসময় যাত্রীবেশে এক দম্পতি পার্শ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া নেন। সেখান থেকে ঘুরে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির এই স্বামী-স্ত্রী মিলে ইজিবাইকের চালকের সাথে ভাব গড়ে তোলেন।
আরও পড়ুন:
এক পর্যায়ে তারা চেতনানাশক যুক্ত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ইদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের তাঁর ইজিবাইকটি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যান।
ওই ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি ওই এলাকার আসামির শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
তিনি আর জানান, আসামিকে আজ বুধবার দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যবহৃত রয়েছে।