কক্সবাজার রেলওয়ে স্টেশন সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি চালুর সম্ভাবনা

কক্সবাজার
কক্সবাজার রেলওয়ে স্টেশন
এখন জনপদে
0

দেড় বছর আগে ট্রেন চলাচল শুরু হলেও এখনো পুরোপুরি চালু হয়নি কক্সবাজার রেলওয়ে স্টেশন। সম্প্রতি শতভাগ কাজ শেষে স্টেশন ভবন বুঝে নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে, বাণিজ্যিক ফ্লোরগুলোর ইজারা এখনো প্রক্রিয়াধীন। সেপ্টেম্বরের মধ্যে সব কার্যক্রম চালু করে পুরো ভবন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পর্যটন শহর কক্সবাজারে ঝিনুকের আদলে গড়া দেশের সবচেয়ে নান্দনিক রেলস্টেশন। তবে, বাহ্যিক সৌন্দর্যের বিপরীতে, দেড় বছর ধরে টিকিট কাউন্টার ও স্টেশন মাস্টারের কক্ষ ছাড়া বাকি সবই ছিলো ব্যবহার অনুপযোগী।

সম্প্রতি ভবনের শতভাগ কাজ শেষে করে রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে, বাণিজ্যিক ফ্লোরের ইজারা না হওয়ায় যাত্রী সেবা এখনো সীমিত।

পর্যটকরা বলেন, ‘খুব দ্রুতই এটা চালু করা উচিত। কক্সবাজার পর্যটন কেন্দ্রের শীর্ষে অবস্থান করছে। তো এখানে সব ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার। দূর দূরান্ত থেকে এসে এখানে লকারে ব্যাগ রেখে আমরা যেন ঘুরে চলে যেতে পারি। এগুলো উদ্বোধন হলে এখানে পর্যটক আসার আগ্রহ আরও বাড়বে।’

বহুমুখী ব্যবহারের জন্য তৈরি স্টেশন ভবনটিতে যাত্রী সেবা ছাড়াও রয়েছে বাণিজ্যিক ব্যবস্থাপনার পরিকল্পনা। প্রায় ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশন থেকে বর্তমানে ৪ জোড়া ট্রেন চলাচল করেছ। ভবিষ্যতে যা আরও বাড়বে বলে জানান, রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ‘স্টেশন তো আমরা মাল্টি পারপাস কাজে নির্মাণ করেছি। আমাদের যাত্রীরা ব্যবহার করবে, আমাদের অপারেশনাল কাজে যাদের অফিস আছে সেগুলো ব্যবহার হবে। এছাড়া আমরা বাণিজ্যিকভাবে অনেকগুলো ফ্লোর তৈরি করেছি। কিন্তু বাণিজ্যিক ফ্লোরগুলো আমরা এখনো লিজ আউট করতে পারিনি। আমাদের প্রসেস চলছে। আমরা সেপ্টেম্বরের মধ্যে লিজ আউট করতে পারবো বলে আশা করছি।’

পর্যটন সংশ্লিষ্টদের মতে, পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত হলে এই স্টেশন হয়ে উঠবে পর্যটনের অন্যতম আকর্ষণ।

ইএ