আজ (রোববার, ২০ জুলাই) রাঙামাটিতে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
পাহাড়ের বাস্তবতা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে পাহাড়ে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে। পাহাড়ি-বাঙালি সবাইকে সঙ্গে নিয়েই এই বৈষম্যের অবসান ঘটাতে হবে।’
এসময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘কথার সঙ্গে কথার লড়াই হোক, এটাই রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু কথার জবাবে হামলা, মঞ্চ ভাঙচুর কিংবা আগুন—এসব ফ্যাসিবাদের চিহ্ন। প্রবীণরা যদি তরুণদের ছোট করে কথা বলেন, অবজ্ঞা করেন, তাহলে বোঝা যাবে তারা আর শেখানোর যোগ্য অবস্থানে নেই।’
আরও পড়ুন
তিনি বলেন, ‘আমাদের রাজনীতি চলবে, জীবন চলবে। কিন্তু আমাদের এই পাহাড়ের জীববৈচিত্র্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। পাহাড়কে কেউ যেন ব্যক্তিস্বার্থে, পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে। কেউ যেন সাময়িক সুবিধা দিয়ে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে।’