চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ
বজ্রপাতের ছবি
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে শ্রী রহিত সিংহ (৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্রী রাজু সিংহের ছেলে ও চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, বেলা ১১টার দিকে শিক্ষককে বলে রহিত সিংহ প্রস্রাব করতে গিয়েছিল। এসময় বিদ্যালয়ের সামনে আম গাছের নিচে বজ্রপাতে আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এএইচ