ফরিদপুরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেপ্তার

গ্রেপ্তার ফাইজুস পাভেল
অপরাধ
এখন জনপদে
0

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেলকে। গতকাল (রোববার, ২০ জুলাই) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, পাভেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

আটকের পর তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এনএইচ