ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, পাভেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
আটকের পর তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।