শেরপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

নারী শিশুসহ ২১ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ
এখন জনপদে
1

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ২১ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। আজ (শুক্রবার, ২৫ জুলাই) ভোরে হাতিপাগার বিওপির নাকুগাঁও সীমান্ত সড়কে এই ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে হাতিপাগার বিওপির বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ছয়টি পরিবারের পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা এবং ১১ জন শিশু রয়েছে।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গমন করে। এরপর তারা ভারতের বিভিন্ন প্রদেশে শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়ির কাজ করতো।

এদিকে ভারতীয় পুলিশ কর্তৃক অবৈধ নাগরিকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং শেরপুর সীমান্ত দিয়ে তাদের ‘পুশ ইন’ করে বিএসএফ।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের দেয়া তথ্যমতে তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।’

এসএস