বিকল ২২৫ মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র, ভোগান্তিতে সিলেটবাসী

২২৫ মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র
এখন জনপদে
0

লোডশেডিংয়ে পানির সরবরাহ ব্যাহত হচ্ছে সিলেট নগরীতে। ২২৫ মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র বিকল থাকায় শহরবাসীকে পোহাতে হচ্ছে এমন ভোগান্তি। কারিগরি ত্রুটি সারাইয়ের চেষ্টা চলছে বলে দাবি করেছেন প্রকৌশলীরা।

ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল, কিন্তু বাস্তবে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দাবদাহের এ সময়ে সিলেটে প্রতিনিয়ত বাড়ছে লোডশেডিংয়ের প্রবণতা। চলতি মাসের ২০ তারিখে সিলেটের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কুমারগাও বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের হুমকির মুখে পড়েছে জেলার লাখো মানুষ।

স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা চলছে, এ সময়ে বিদ্যুৎ বিভ্রাট তাদের জন্যচরম ভোগান্তির। এছাড়া যারা ইন্টারনেটভিত্তিক ব্যবসা বাণিজ্যে জড়িত তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান অনেকে। দ্রুত এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

বিদ্যুত সমস্যায় ব্যহত হচ্ছে সব ধরনের ব্যবসা-বাণিজ্যসহ নাগরিকদের স্বাভাবিক জীবন। এছাড়া লো ভোল্টেজের কারণে বাসা বাড়িতে সিটি কর্পোরেশনের পানি সরবরাহও এখন বন্ধ রয়েছে বলে অভিযোগ নগরবাসীর। নগরীতে পানি সরবরাহ ব্যহত হওয়ার মূল কারন হিসেবে বিদ্যুত সংকটকেই দায়ী করছে সিলেট সিটি করপোরেশন ।

ফোনে যোগাযোগ করা হলে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘বাসাবাড়িতে লোডশেডিংয়ের কারণে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। এছাড়া পানির সাপ্লাই সার্বক্ষণিক দিতে হলেও বিদ্যুৎ প্রয়োজন, এর ফলে আমরা পানি সাপ্লাইও ঠিকমতো দিতে পারছি না। এতে নগরবাসী ভোগান্তিতে পড়েছে।’

এদিকে সমস্যা সমাধানে কোনো নির্দিষ্ট সময় না জানাতে পারলেও, সংকটময় পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ।

সিলেট কুমারগাও বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ সমস্যা সমাধানে আমাদের কিছু টেস্ট করা প্রয়োজন। গত তিন থেকে চারদিন এ টেস্টগুলো করা হচ্ছে, এরপর এর রিপোর্ট দেখে আমরা ব্যবস্থা নেব এবং আমরা এরই মধ্যে কাজ করছি।’

এদিকে ভয়াবহ বিদ্যুত সংকটে একদিকে চলমান এইচএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের দুর্ভোগ আর অন্যদিকে পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী । এমন বাস্তবতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র সচল করার দাবি সিলেটবাসীর।

এসএইচ