বিএনপি নেতারা জানান, দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় তিনি বিএনপির প্রভাবশালী নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করেন।
পাটওয়ারী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১০ ট্রাক অস্ত্রের চালান একটি বড় ঘটনা। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তাহলে এনেছিলেন কেন? দক্ষিণ এশিয়ায় এই অস্ত্রকাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।’
এ বক্তব্য ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যায় বাবরের নিজ এলাকা মদন উপজেলায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে রাতে নেত্রকোণা জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের ছোট বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা অবিলম্বে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং বাবরের সম্মানহানির চেষ্টার তীব্র নিন্দা জানান।