গাজীপুরে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী

উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস
এখন জনপদে
0

গাজীপুরের টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল (রোববার, ২৭ জুলাই) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এরপর তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।

‎‎স্থানীয়রা জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান অজ্ঞাত পরিচয় ওই নারী।

এসময় তাকে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। পরে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

‎‎ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। মুষলধারে বৃষ্টি হওয়ায় প্রচণ্ড স্রোতে উদ্ধার অভিযানে ব্যাহত হয়।

এসএস