রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ আচরণ করছে না: নাহিদ ইসলাম

জামালপুর
কথা বলছেন নাহিদ ইসলাম
রাজনীতি
এখন জনপদে
1

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনো নিরপেক্ষ আচরণ করছে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।

আজ (সোমবার, ২৮ জুলাই) জামালপুর ডাকবাংলো মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘উচ্চ কক্ষ (দ্বিতীয় কক্ষ) গঠনের ক্ষেত্রে ভোটের অনুপাত ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অনুসরণের বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষর আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।’

এনসিপি নেতা বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি, এসব বিষয়ে ঐকমত্যে আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করব। তবে আমরা চাই ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক, সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে ঘোষিত হোক।’

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে বিএনপির প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেতার বক্তব্য যদি কারও পছন্দ না হয়, তাহলে তারা প্রতিবাদ জানাতেই পারে বা পাল্টা বক্তব্য দিতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির একটি অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কটূক্তি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর প্রতিবাদে নেত্রকোনা ও বাবরের নিজ এলাকা মদনে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সকালে জেলা পরিষদ ডাক বাংলোতে ১১ শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

এসময় তারা শহিদ পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। পরে শহরের চামড়াগুদাম এলাকায় আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমী মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করেন এসসিপির নেতৃবৃন্দ।

জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে পদযাত্রা শেষ হবে। এরপর ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন।

এনএইচ