‘গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের প্রথম ডাক এসেছিল চট্টগ্রাম থেকে’

চট্টগ্রাম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
এখন জনপদে
0

জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের প্রথম ডাক এসেছিল চট্টগ্রাম থেকে— বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (সোমবার, ২৮ জুলাই) দুপুরে এক ভিডিও বার্তায় চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, জীবন দেন, আহত হন অনেকে।’

এ সময় শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অভ্যুত্থানের এক বছর পার হলেও অন্তর্বর্তী সরকার এখনও জুলাই সনদ ঘোষণা করতে পারেনি।’

বিচার প্রক্রিয়ার ধীর গতি নিয়েও প্রশ্ন তোলেন তারা। এমন অবস্থায় নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে পারে— এমন আশঙ্কার কথা জানান শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। পরে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

এসএইচ