এদিন সিটি করপোরেশনের সহায়তায় হোসেন মার্কেট থেকে গাজীপুররা বাসপট্টি এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে ড্রেনের ঢাকনা খুলে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তেজিত একদল জনতা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর চড়াও হয়। এসময় উদ্ধারকাজে বিশৃঙ্খলা ও মব সৃষ্টির চেষ্টা করায় আজকের মতো উদ্ধারকাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস।
এদিকে, সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে দাবি করে এবং নিখোঁজ ওই নারীর লাশের সন্ধান না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।
এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারী যানবাহনের চালক ও অফিস ছুটি শেষে বাড়ি ফেরা যাত্রীরা।
এদিকে এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।