টাঙ্গাইলে কাল জুলাই অভ্যুত্থানের পদযাত্রা, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়

টাঙ্গাইল
পদযাত্রা ‍ও পথসভার বিষয়ে এনসিপির সংবাদ সম্মেলন
রাজনীতি
এখন জনপদে
0

দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আগামীকাল (মঙ্গলবার, ২৯ জুলাই) এ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, জুলাই শহিদদের বিচার নিশ্চিতসহ নানা বিষয়ে আলোচনা করা হবে। এতে প্রায় ২৫ হাজার নেতাকর্মী অংশ নিবে বলে আশা সংশ্লিষ্টদের। আজ (সোমবার, ২৮ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান এনসিপির নেতাকর্মীরা।

সম্মেলনে তারা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হবে।

সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভসহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ ও সংগঠক আজাদ খান ভাসানী। এতে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর সালাউদ্দিন, সাইফুল ইসলাম, এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন, সদস্য ইসরাত জাহান রুমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এএইচ