এ সময় নাহিদ আরও বলেন, ‘মাওলানা ভাসানী যে রাজনীতি করে গিয়েছেন, যে স্বপ্নের বাংলাদেশ, যে মেহনতি মানুষের বাংলঅদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপিও সেই উদ্দেশেই প্রতিষ্ঠিত হয়েছে। সে দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই।’
এর আগে দলটির মাসব্যাপী পদযাত্রার ২৯তম দিনের কর্মসূচি উপলক্ষে রাতেই টাঙ্গাইলে পৌঁছান দলটির নেতারা।
আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) সকালে সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরুর পর নিরালা মোড়ে সমাবেশ করার কথা রয়েছে।
সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভসহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।