জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জ
খাল পরিষ্কার ও খনন
এখন জনপদে
0

জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি। নগরীর বিভিন্ন এলাকায় খাল দখল ও ময়লায় ভরাট থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফতুল্লার কায়েমপুর এলাকায় প্রায় ১ কিলোমিটার খালের পরিষ্কার কাজের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, ‘নারায়ণগঞ্জে মোট ৯২ কিলোমিটার খাল রয়েছে। এর মধ্যে ১৭ কিলোমিটার খাল অবৈধ দখলে রয়েছে। সেসব দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি এসব খালকে মাছের অভয়ারণ্য হিসেবেও গড়ে তোলা হবে।’

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

সেজু