শেরপুরে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে সবজির দাম

বাজার থেকে সবজি কিনছেন ক্রেতারা
বাজার
এখন জনপদে
0

শেরপুরে এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ সংকটের অজুহাতে করলার কেজি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়া ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, কাকরোল ৪০ টাকা এবং বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, কেজিতে ৩০ টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা এবং কেজিতে ১০ টাকা কমে পেঁপে ২০ টাকা ও শসা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, রসুনের দাম অপরিবর্তিত থেকে ১১০ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, গত ক’দিনের টানা বৃষ্টিতে অনেক সবজি খেতে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আবহাওয়ার অবনতির কারণে কৃষকরা তাদের উৎপাদিত সবজি ঠিকভাবে বাজারজাত করতে পারছেন না। মূলত সরবরাহ সংকটের কারণেই সবজির দাম কিছুটা বেড়েছে।

এদিকে ক্রেতারা বলছেন, সামান্য বৃষ্টি হলেই সবজির বাজারে প্রভাব পড়ে। তবে অন্যান্য বছরের তুলনায় বর্তমানে সবজির দাম এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কৃত্রিম সংকট তৈরি করে যেন দাম না বাড়ানো হয়, সেদিকে নজর রাখতে হবে।

এনএইচ