কাউকে না জানিয়ে গোসলে নেমেছিল দুই শিশু, ফিরলো নিথর দেহ

কিশোরগঞ্জ
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি
এখন জনপদে
0

কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রীর। নদীর ঢেউয়ে হারিয়ে যায় শিশু দু’টি। আজ (বুধবার, ৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশে নরসুন্দা নদীতে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।

নিহতরা হলো— করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা (১০) এবং ইকলাস মিয়ার মেয়ে মায়মুনা (৯)। সাইফা স্থানীয় দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও মায়মুনা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর দুপুরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে তারা আশপাশের কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। বেশ কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে একে একে উদ্ধার করে দুই শিশুর নিথর দেহ।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশু দু’টির মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এসএইচ