‘দ্বিতীয় স্বাধীনতা নয়, জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে’

সিরাজগঞ্জ
কথা বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু
রাজনীতি
এখন জনপদে
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দল জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা দাবী করছে। তাদের বলি বাংলাদেশে রাজনীতি করলে দেশের স্বাধীনতা মানতে হবে। পাকিস্তান এদেশের ওপর শোষণ ও নির্যাতন করেছে, এই বাস্তবতা মেনে নিতে হবে। তিনি বলেন, ‘আপনারা ইসলাম ধর্ম ও ইতিহাস বিকৃতি করবেন না। একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র, একটি পতাকা ও একটি সংবিধান দিয়েছে। জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। এটাকে দয়া করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সাথে জড়াবেন না।’

আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) বিকেলে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও বীর শহীদদের স্বরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘আপনারা স্বাধীনতার ট্রেনে উঠতে পারেননি, ট্রেন মিস করেছিলেন। সেটা আপনাদের ব্যর্থতা। এজন্য কিন্তু ক্ষমাও চাননি। তাই বলে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দাবী করবেন না। জুলাই এমনি এমনি আসেনি। ঘরবাড়ি ছেড়ে, মাঠের মধ্যে ঘুমিয়ে, জেল খেটে, মামলা খেয়ে, নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম করার পর জুলাই অভ্যুত্থান হয়েছে।’

পিআর পদ্ধতির সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবী করছে। কিন্তু জনগণ পিআর পদ্ধতি বোঝে না। বিএনপি নির্বাচনমুখি দল, আমরা নির্বাচন ও জনগণের রায়ে বিশ্বাস করি। তাই বিএনপি অতীতের মতো জনগণের ভোটেই ক্ষমতায় যেতে যায়। অযথা জাতিকে বিভ্রান্ত করবেন না।’

সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

সেজু