শাহজিবাজার উপকেন্দ্রে আগুন: ১৬ ঘণ্টা পর আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

হবিগঞ্জ
হবিগঞ্জের শাহজিবাজারে বৈদ্যুতিক গ্রিডে আগুন
এখন জনপদে
0

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলা ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। আজ (শুক্রবার, ১ আগস্ট) বেলা ১১টার দিকে শহর ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয় বলে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ জানান।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়। এরপর থেকে পুরো হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:

 বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অন্ধকারে নিমজ্জিত থাকে শহরসহ সব উপজেলা, দেখা দেয় পানি তীব্র সংকট। অনেকেই আজ সকালে পুকুরে গোসল করতে যান। এরপর থেকেই ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ছিল খুবই কম। আজ বেলা ১১টার দিকে শহরের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ জানান, গতকাল রাত ৭টায় হঠাৎ করেই উপকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাতভর জরুরি মেরামত করে আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। 

এসময় তিনি আরও জানান, বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগতে পারে।

এসএইচ