এলাকাবাসীর অভিযোগ, ডাঙা বাজার এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। যার ফলে, কৃষকদের তিন ফসলি জমি ধ্বংস হচ্ছে নিয়মিত।
এছাড়া নদী থেকে উত্তোলন করা বালু দ্বারা ভরাট করা হচ্ছে স্থানীয়দের জমি। প্রতিবাদ করতে গেলেই হামলা-মামলার হুমকিতে পড়তে হচ্ছে জনসাধারণের।
জমি ভরাটে প্রশাসনিক বাঁধা থাকলেও কতৃপক্ষ সেটার তোয়াক্কা করছেনা বলেও অভিযোগ এলকাবাসীর। অভিযুক্ত প্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নেন। সকলেরই দাবি ন্যায্য অধিকারের।
আরও পড়ুন:
মানববন্ধনে তোফাজ্জল হোসেন নামে এক ভুক্তভোগী বলেন, ‘নিয়মিত নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ঘেষা ফসলি জমিগুলো হুমকির মুখে। এছাড়া উত্তোলন করা বালু ফেলে আমার একটি জমি ভরাট করে ফেলেছে। ওরা আমার সঙ্গে কোনো পরামর্শ বা অনুমতি না করেই এ কাজ করেছে। যারা বালু ভরাট করছে তারা কোনো ফায়সালায় আসছেনা। এ জমি হাতছাড়া হলে আমার পথে নামতে হবে।’
মো. কামরুজ্জামান নামে আরেক মানববন্ধনকারী বলেন, ‘প্রশাসন দিয়ে ১৪৫ ধারা জারি করানোর পরেও তারা অন্যের জমি ভরাট করছে জোরপূর্বক, বালু উত্তোলন করছে। আমরা প্রতিবাদ করতে গেলে চাঁদাবাজির মামলার হুমকি দেয়। এ বিষয়ে এলাকাবাসী পরিত্রাণ চায়, আমরা মুক্তি চাই।’
অবৈধভাবে বালু উত্তোলন এবং জমি ভরাটের বিষয়ে পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকীর সঙ্গে দুপুর ১টার দিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।