মিছিলটি নগরীর টাউনহল প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠের পাশের সড়ক হয়ে আবার টাউনহলের জুলাই চত্বরে শেষ হয়। এ সময় রিকশা চালকদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে কারফিউ উপেক্ষা করে জীবিকার তাগিদে সে সময় রিকশা চালকরা রাস্তায় নামলেও মূলত তারা তখন নিজেদের জীবন বাজি রেখে রিকশায় করে জুলাই আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।
প্রতিবছর কোন একটি নির্দিষ্ট দিনে রিকশা চালকদের নিয়ে যাতে এমন আয়োজন করা হয় সে দাবিও জানান রিকশা চালকরা।