পরে পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, বিভিন্ন বাহিনীর চট্টগ্রামের দায়িত্বশীল, সরকারি বিভিন্ন দপ্তর ও সর্বস্তরের সাধারণ মানুষ শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন:
দিনের শুরুতেই নগরীর রসুলবাগ আবাসিকে জড়ো হন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ। নয়টার দিকে শুরু হয় কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন।
এসময় শ্রদ্ধা জানানো শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এতে শহিদদের স্বপ্ন বাস্তবায়নে জুলাই অভ্যুত্থানের চেতনাকে সফল করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দোয়া করা হয়।
পরে জেলা প্রশাসক ফরিদা খানম জানান, যে প্রত্যয় নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছেন তা বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর। সরকার জুলাই যোদ্ধাদের পাশে আছে।