জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান: আগ্রহীদের নিয়ে ফরিদপুর ছেড়েছে স্পেশাল ট্রেন

ফরিদপুর থেকে ছেড়ে ‌এসেছে স্পেশাল ট্রেন
এখন জনপদে
0

ফরিদপুর থেকে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের নিয়ে ঢাকাগামী বিশেষ ট্রেন ১১টা ২৩ মিনিটে ভাঙ্গা স্টেশন ছেড়ে যায়।

সকাল থেকেই অতিরিক্ত বৃষ্টিপাত হয় ফরিদপুর জেলা জুড়ে। ফলে জুলাই যোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেনটির বগিগুলো ছিল ফাঁকা। ৬৭৬ আসন বিশিষ্ট এ ট্রেনটি মাত্র ১৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন:

ভাঙ্গার স্টেশন মাস্টার জিল্লুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী এ স্পেশাল ট্রেনটি ১১টা ২৩ মিনিটে ভাঙ্গা থেকে রওনা দেয় ঢাকার উদ্দেশে। ট্রেনটিতে আসন সংখ্যা ছিল ৬৭৬। তবে অধিকাংশ বগিই ফাঁকা ছিল।

এসএইচ