নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইছামতি নদী থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর সিলেটের গোয়াইনঘাটের ইছামতি নদী থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ (রোববার, ১০ আগস্ট) বিকেল ৫টায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম।

উল্লেখ্য গতকাল বিকেল ৫টায় সিলেটের গোয়াইনঘাটের ইছামতি নদীতে নৌকা ডুবে বিজিবির সিপাহী মাসুম বিল্লাহ নিখোঁজ হন। পিয়াইন নদীর সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম নামক স্থানে শনিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, মাসুম বিল্লাহ বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের সোনারহাট ক্যাম্পের সৈনিক ছিলেন। গতকাল বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে নৌকা যোগে দুইজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে যাচ্ছিলেন। এসময় ধাক্কা লেগে দুটি নৌকা ডুবে যায়।

ডুবে যাওয়ার পর নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনোভাবে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অবশেষ আজ বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এএইচ