মহাসড়কের বিভাজনের উপরে উঠে গেলো বাস, আহত ৩ যাত্রী

নারায়ণগঞ্জ
দুর্ঘটনায় কবলিত বাস
এখন জনপদে
0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপরে এক যাত্রীবাহী বাস উঠে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আমিজ উদ্দিন পেট্রোল পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাসটি দ্রুতগামী অবস্থায় সার্ভিস লেনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় বাসের ভেতরে থাকা তিন যাত্রী আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাসটি সরিয়ে নেয়া হয়। দুর্ঘটনার পর সাময়িক যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এসএস