পুলিশের কনস্টেবল পদে নিয়োগকে সামনে রেখে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সচেতনতামূলক লিফলেট বিতরণের সময়
এখন জনপদে
3

বরগুনা পৌর শহরের প্রধান সড়কগুলোতে আজ (বুধবার, ১৩ আগস্ট) সাধারণ মানুষ ও চাকরি প্রার্থীদের সচেতন করতে লিফলেট বিতরণ করে বরগুনা জেলা পুলিশ। পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম দুপুর ১২টার দিকে লিফলেট বিতরণ করেন।

আগামী ১৭-১৯ আগস্ট পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পেতে কেউ যাতে প্রতারণার ফাঁদে না পড়ে, সে জন্যই পুলিশের এমন উদ্যোগ বলে জানান পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।

তিনি বলেন, ‘পুলিশে চাকরি দেয়ার কথা বলে কেউ যদি টাকা দাবি করে তাহলে আমাদের অবহিত করুন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চাকরি পেতে মেধা, যোগ্যতা ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কোন টাকার দরকার হয় না।’

তিনি আরও জানান, ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা রয়েছে। পরীক্ষায় অংশ গ্রহণকারীরা পরীক্ষা শেষে প্রবেশপত্র নিয়ে আসলে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন।

সেজু