সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ঘটনার একটি ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা তরুণীকে নারী-পুরুষ মিলে মারধর করছেন। একপর্যায়ে একটি এলপি গ্যাসের সিলিন্ডার দিয়ে তরুণীকে আঘাত করতে দেখা যায়। এ সময় তরুণীর আর্তচিৎকারে পরিবেশ ভারি হয়ে গেলেও চলতে থাকে নির্যাতন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুতফুর রহমান বলেন, ‘এটি শিশু চুরির কোনো ঘটনা নয়। ওই তরুণী তার প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাকপুরা এলাকায়। এ সময় প্রেমিকের পরিবারের লোকজন তাকে আটক করে। পরে শিশুচোর অপবাদ দিয়ে মব সৃষ্টি করে এবং তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।’
আরও পড়ুন:
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং নির্যাতনের সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করে। রাতেই এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।