সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরা
বজ্রপাতের প্রতীকি
এখন জনপদে
0

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জয়ন্ত কুমার রায় (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার রায় ওই গ্রামের তেজেন্দ্র নাথ রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে জয়ন্ত মন্ডল নিজের বাড়ির সামনে রাস্তায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে।

এসএস