কুষ্টিয়ায় যুবলীগের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ, আটক ২

আটক দুই যুবলীগ কর্মী
এখন জনপদে
0

কুষ্টিয়ায় যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় যুবলীগের ১ জন আহত হন এবং ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। এছাড়া স্থানীয়রা দুই যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকায় এমন ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গেলো রাত ১২টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করে যুবলীগের কর্মীরা। এমন সময় স্থানীয় লোকজন শহর যুবলীগের সদস্য মাফিজুল হক সুজন ও হারুন অর রশিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন:

এসময় দু’টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং একজন আহত হয়। আহত যুবলীগ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে তাদেরক আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এসএইচ