অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক মু'তাসিন বিল্লাহ শাহেদী।
জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মহিবুল্লাহ হারুন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুমন আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
বক্তারা বলেন, শিবির হবে আগামী দিনের বাংলাদেশের নির্মাতা। কারণ শিবির তৈরি করছে মেধাবী, সৎ নৈতিকতা সম্পন্ন দেশ প্রেমিক নাগরিক। যাদের হাতে এ দেশ থাকবে নিরাপদ।
অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া ৩৫৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।