সাতক্ষীরায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা
আটক মাদক ব্যবসায়ী
এখন জনপদে
0

সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্পের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যবসায়ীর নাম এম এম রবিউল ইসলাম। শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অভিযানে রবিউলের বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ ৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯ হাজার ২৫ টাকা, ২ হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিম-কার্ড, একটি পাসপোর্ট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক রবিউল পূর্বে অবৈধভাবে একটি আবাসিক হোটেল পরিচালনা করে সেখানে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসার সাথেও সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সংক্রান্ত দুটি মামলা আদালতে চলমান রয়েছে।

পরে আটক রবিউল ইসলামকে জব্দকৃত মাদকসহ রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

ইএ