আজ (রোববার, ১৭ আগস্ট) সকালে উপজেলার চান্দুরা এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
সকল সাড়ে ৫টার দিকে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ভারতীয় উন্নতমানের ৪৪৯ পিস লেহেঙ্গা এবং ১৪৭ পিস শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ১৩ লক্ষ ৭০ হাজার টাকা।