শতভাগ আবাসনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

চট্টগ্রাম
প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

শতভাগ আবাসনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ (রোববার, ১৭ আগস্ট) দুপুরে মিছিল নিয়ে গিয়ে প্রশাসনিক ভবনে তালা দেন তারা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। ব্যানার হাতে বসে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খুব অল্প সংখ্যক শিক্ষার্থীর থাকার ব্যবস্থা আছে। যারা হলে থাকছেন তারাও অনেকটা কষ্ট করেই গাদাগাদি করে থাকছেন। এ অবস্থার পরিবর্তনে আবাসন নিশ্চিতের দাবি জানালেও প্রশাসন কোনো কর্ণপাত করেনি বলেও অভিযোগ করেন তারা।

এসয়ম শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন বঞ্চিত শিক্ষার্থীরা ভাতা পেয়ে থাকেন। কিন্তু এখানে উল্টো হল ফি এর নামে একশ টাকা নেয়া হয়। এই ফি নেয়াকে অযৌক্তিক দাবি করে দ্রুত শতভাগ আবাসন নিশ্চিতের কথা জানান শিক্ষার্থীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

এএইচ