গাজার দক্ষিণাঞ্চল থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চাইছে ইসরাইল। সেই লক্ষ্যে এরইমধ্যে তৎপরতা বাড়িয়েছে ইসরাইলি সেনারা। এই অঞ্চলটিতে আগ্রাসন বাড়ানোর ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেন তারা।
এরইমধ্যে আল-আহলি হাসপাতালে বোমা হামলা করেছে ইসরাইলি সেনারা। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল ছাড়াও এ অঞ্চলে তাঁবুগুলোতে আশ্রয় নেয় ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরাইল। জয়তুন শহর ও এর আশপাশে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি হামলার ভয়ে অনেকে জয়তুন শহর ছেড়ে অনেক ফিলিস্তিনি অন্যত্র চলে গেলেও অনেকেই অবস্থান করছে সেখানে।
আরও পড়ুন:
হামলার পাশাপাশি খাবারের অভাবেও প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। প্যালেস্টাইনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধায় ১১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে নিহতে সংখ্যা ছাড়িয়েছে আড়াই শ’। যার মধ্যে ১০৮ জনই শিশু।
গাজায় শিশু হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও টরেন্টোতে। সেসময় গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।
গাজার পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানাতেও হামলা চালিয়েছে ইসারাইল। রোববার দেশটির জ্বালানি স্টেশন লক্ষ্য করে হামলা চালায় তারা। মূলত ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করেই এ হামলা চালায় তেল আবিবের সেনারা।
এদিকে হামাসের হাতে বন্দিদের মুক্তির দাবিতে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যেখানে দ্রুত জিম্মির মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানান তারা।