ডুবে যাওয়া দুই বন্ধুকে উদ্ধার করলো জলিল, নিজে ফিরেছে নিথর দেহে

প্রতীকী ছবি
এখন জনপদে
0

শেরপুরে নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে আবদুল জলিল (১৬)। একপর্যায়ে দুই বন্ধুকে ডুবতে দেখে তাদেরকে উদ্ধার করার পর নিজেই ভেসে যায় স্রোতের টানে। নিখোঁজের একদিন পর আজ (রোববার, ১৭ আগস্ট) মৃগী নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বিকেল ৩টায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম আবদুল জলিল (১৬)। সে কুঠুরাকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে। চলতি বছর সে এসএসসি পাস করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার (১৬ আগস্ট) দুপুরে শেরপুর সদরের লছমনপুর ইলশা এলাকায় মৃগী নদীতে গোসল করতে নামে তিন বন্ধু।

আরও পড়ুন:

এসময় পানির স্রোতে দুই বন্ধুকে ডুবে যেতে দেখলে আব্দুল জলিল নামে এক কিশোর দু’জনকে উদ্ধার করে। এরপর জলিল নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়। পরে শেরপুর ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেনি।

এদিকে আজ বিকেলে ভাটির দিকে মরদেহটি ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ‘আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এসএইচ