এ সময় শাকিলের কাছ থেকে হামলায় ব্যবহৃত দেশিয় অস্ত্র ও তিনটি রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ পর্যন্ত এ ঘটনায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১১ আগস্ট রাতে বন্দর থানা এলাকার ঈশান মিস্ত্রির হাটে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ছুটে গেলে মিছিল থেকে দেশিয় অস্ত্র ও কিরিচ নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় এসআই রানা নামের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করে নেতাকর্মীরা। এ ঘটনায় ২ টি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৯ টি মামলা আছে।