হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হিলিতে র‌্যালি
এখন জনপদে
0

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

আজ (সোমবার, ১৮ আগস্ট) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ। পরে উপজেলা চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

আরও পড়ুন:

হাকিমপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা মৎস্য সপ্তাহের ওপর বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আব্দুল সালামসহ আরও অনেকে।

এএইচ